ClinChem-First page

Clinical Chemistry | ক্লিনিক্যাল কেমিস্ট্রি - ডিপ্লোমা ইন প্যাথলজি

প্রথম পাতা



 ক্লিনিক্যাল কেমিস্ট্রি
 CLINICAL CHEMISTRY

পরিকল্পনা, রচনা ও সম্পাদনা

ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম

 এম.বি. বি. এস ( সম.), ডি.এইচ.আর, ডি.এম.এস

প্রাক্তন সহকারী অধ্যাপক: বাংলাদেশ মেডিকেল ইন্সটিটিউট, ঢাকা

প্রাক্তন প্রভাষক: সাইক ইন্স.অব মেডিকেল টেকনোলজি, এডভান্স মেডিকেল ইন্স., এসআইএমটি ম্যাটস, এডভান্সড ম্যাটস

প্রাক্তন পরীক্ষক: বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড।

চিকিৎসা বিজ্ঞানে শতাধিক পুস্তক রচয়িতা


প্রকাশক ও পরিবেশক

🖨️প্রিন্ট ভার্সন

মেডিসাইন্স পাবলিকেশন এন্ড শাহিন মেডিকেল বুক সেন্টার

১২৬, ইসলামিয়া মার্কেট (মেডিকেল গলি), নীলক্ষেত, ঢাকা-১২০৫

মোবাইল: ০১৭১৫- ৯৯ ০৯ ৬৬


📖ই-বুক ভার্সন

Dr. MAAQ e-book

⬆️ সূচিপত্র

মেধাস্বত্ত্ব 

রচয়িতা: মোহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম

প্রচ্ছদ: মোহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম

মেধাস্বত্ত্ব (কপিরাইট): মোহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম

[ সর্বস্বত্ত সংরক্ষিত। রচয়িতার লিখিত অনুমতি ব্যতিত এই পুস্তক বা এর কোন অংশ বিশেষের অনুবাদ বা কোন প্রকারে এর অনুলিপি (যেমন- মুদ্রণ, ফটোস্ট্যাট, কম্পিউটার কম্পোজ বা অন্য কোন উপায়ে) তৈরি, সংরক্ষণ, বিক্রয়, বিতরণ, নিয়ম বহির্ভূত ভাবে কোন পুস্তকে বা প্রকাশনায় ব্যবহার কিংবা ওয়েব সাইটে প্রকাশ বাংলাদেশ কপিরাইট আইন ২০০৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। প্রকাশক]

পুস্তক কোড: ৭৬-১৬৫-২৫১০

প্রকাশক (মেডিসাইন্স পাবলিকেশন্স এর পক্ষে) 

শাহিনুর আলম শাহিন

হযরতনগর, কামরাঙ্গীর চর, ঢাকা।

===================

প্রথম সংস্করণ: অক্টোবর, ২০২৫



উৎসর্গ


 আমার বন্ধু

  সৈয়দ উল আলম (রাফিদ)

প্রাককথন

প্রথমেই মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা... আলহামদুলিল্লাহ।

সৃষ্টিকর্তার এক অসামান্য সৃষ্টি এই মানবদেহ। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পেশার মূল ভিত্তি হলো মানবদেহকে গভীরভাবে জানা এবং এর কার্যক্রম বোঝা। মানবদেহের বিভিন্ন জৈব-রাসায়নিক প্রক্রিয়া, রক্ত ও শরীরের তরল পদার্থের রাসায়নিক পরিবর্তন, এবং রোগ নির্ণয়ে ব্যবহৃত পরীক্ষাগুলোকে সঠিকভাবে বোঝার জন্য ক্লিনিক্যাল কেমিস্ট্রি একটি অপরিহার্য শাস্ত্র।

বাংলাদেশের ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি ও ডিপ্লোমা ইন প্যাথলজি কোর্সের শিক্ষার্থীদের জন্য এই গ্রন্থটি বিশেষভাবে রচিত। জটিল বায়োকেমিক্যাল ধারণাগুলোকে সহজবোধ্য ইংরেজি ও সাবলীল বাংলায় উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কেবল মুখস্থ না করে বরং প্রতিটি পরীক্ষার পেছনের বৈজ্ঞানিক যুক্তি ও প্রয়োগকে গভীরভাবে উপলব্ধি করতে পারে।

শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্যকে গুরুত্ব দিয়ে বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেফারেন্স থেকে সংগৃহীত নির্ভুল তথ্য উপস্থাপন করা যায়, পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় মূল বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা যায়, এবং বাস্তব জীবনের ল্যাবরেটরি প্র্যাকটিসে সরাসরি প্রয়োগযোগ্য জ্ঞান প্রদান করা যায়।

এই বইয়ের জ্ঞান কেবল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং সর্বোপরি মানবসেবার কাজে দক্ষতা অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, একটি শক্তিশালী শিক্ষাগত ভিত্তিই একজন সহানুভূতিশীল ও দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে পারে।

আমরা আশা করি, ক্লিনিক্যাল কেমিস্ট্রি আপনাদের জ্ঞান অর্জনের পথচলায় এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে এবং একজন আদর্শ স্বাস্থ্যপেশাজীবী হিসেবে আপনাদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগাবে।

এই গ্রন্থ প্রণয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নির্ভুল ও প্রামাণ্য তথ্য উপস্থাপনের। তবুও কোনো বানানগত বা তথ্যগত ত্রুটি-বিচ্যুতি থেকে গেলে সম্মানিত পাঠকবৃন্দের কাছে ক্ষমাপ্রার্থী। যেকোনো ধরনের সংশোধনী বা পরামর্শ সানন্দে গ্রহণ করা হবে।

ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ূম

অক্টোবর, ২০২৫

বইটি পড়ুন

সম্পূর্ণ বই পড়তে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করতে চান তা রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করুন। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগিন লিংকে প্রবেশ করুন।


রেজিস্ট্রেশন ছাড়া একটি  মডিউল পড়তে পারবেন।  

একটি মডিউল পড়ার জন্য  লিংক 

এখানে ক্লিক/ ট্যাপ/ টাচ করুন

 


copyright@ Dr. Md. Abdullah All Qayyum

SEO 

Post a Comment

0 Comments